ইচ্ছে হলেই
- শাওন সারথি - উড়ন্ত ভাবনাগুলো

ইচ্ছে হলেই আমায় তুমি,
যখন তখন ভুলতে পার।
সন্ধ্যা রাতে আমায় নিয়ে,
যখন ইচ্ছে দুলতে পার।
ইচ্ছে হলেই আমায় তুমি,
এক নিমিষেই তুলতে পার।
রঙ বেরঙের বেলুন হয়ে,
আমায় নিয়ে ফুলতে পার।
ইচ্ছে হলেই ফুলের পাপড়ি,
আমায় দিয়ে খুলতে পার।
ইচ্ছে হলেই ভর দুপুরে,
বরফ হয়ে গলতে পার।
মাঝে মাঝেই হঠাৎ করে,
আমায় ধরে টলতে পার।
ইচ্ছে হলেই রাত্রি বেলা,
চন্দ্র হয়ে জ্বলতে পার।
শূন্য আঁধার মাড়িয়ে দিয়ে,
আমায় নিয়ে চলতে পার।
ইচ্ছে হলেই ঘাসের বুক,
আমার হাতে ডলতে পার।
হাজার কথার মধ্য থেকে,
আমার কথায় বলতে পার।
ইচ্ছে হলেই আমায় নিয়ে,
যখন তখন খেলতে পার।
পাখির মতন ডানা দুখান,
নিজের মত মেলতে পার।
ইচ্ছে হলেই আমায় নিয়ে,
এদিক সেদিক হেলতে পার।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে,
আমায় ধরে ফেলতে পার।
ইচ্ছে হলেই আমায় ধরে,
ইচ্ছে মত ছিলতে পার।
যখন তখন যেমন খুশি,
আমায় ধরে গিলতে পার।
ইচ্ছে হলেই আমার রঙে,
আমার মত মিলতে পার।

..............শাওন সারথি২.৯৬৫'..................


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।