প্রানের বেদনা ...
- সৌম্যকান্তি চক্রবর্তী
মনের ব্যথা , প্রানের বেদনা
হৃদয়ে জাগালে তুমি !
তুমিই আমায় প্রেমিক করেছ
কবি ছিলাম আমি …
তোমার স্নিগ্ধ চাহনি ...
কবিতা হয়ে ঝরে !
এ গান তো নয় আমার ,
এই সঙ্গীত তোমারি ...
আমি তো সেটাই
করেছি সৃষ্টি ...
বলে গেছে যা
তোমার দৃষ্টি ;
জানি না তোমার আবেশে ...
কি ঘোর লেগেছে মনে !
ছায়াগুলো সব উধাও হয়েছে ..
তুমি আমি নির্জনে ..
তুমি কি টেনেছ কোন যবনিকা
হয়ত বা আনমনে ?
আর কিছুক্ষন পরে ...
এ ঘোর কাটবে যখন !
তুমি ছেড়ে চলে যাবে আমায় ...
বলো না কি হবে তখন ?
কি করে খুঁজব তোমায় ;
নাম তো বলোনি আমায় ?
অনুবাদ কবিতা
Translated from dard e dil dard e jigar dil me jagaya apne by md rafi sahab.
Lyrics : Anand Bakshi.
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।