শান্ত হয়ে এসে
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত
আমি গিয়াছি হিমালয়ের
পাদদেশে শুষিতে ঐ,
তারুণ্যের জয়ে জয়ে
ঐ যেথা থাকে-
আমার বিছানা|
মা মাটি ও তারপর ও আমার
মা তুমি আমার
ভুল নিও না,
আমাকে নিয়ে চল
ঐ নেপোলিয়নের কবর পাশে-
জানি না যদিও নিয়াছি দীক্ষা
ঐ বিদায়ী ঠাকুর যে
আসে বারবার আমার কথায়
কাব্যে বারংবার|
চাইনি আমি নিতে প্রমে
ঐ স্বগীয় তাজমহল,
চাইনি রূপের আঁচলে গাঁথা
জীবন যা মরে ধুঁকে ধুঁকে-
তবু চলিয়াছি অনবরত
ঐ আফ্রিকার পাদদেশে গিয়ে
শেষ থেমেছি|
আর দেখিছি অবিরল রূপের
এক সুষমায় আমার
অন্তিম ক্ষণ-
মৃত্যু |
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।