তুমি নেই
- রুহুল আমীন রৌদ্র

আজ বুকের ভেতরটায় তীব্র শূন্যতা,
তুমি নেই, কোথাও তুমি নেই।
তুমি নেই,
বংশাই নদীর তীরে,
বটবৃক্ষের তলে,
কলেজ করিডোরে,
কাগজে মোড়ানো ঝালমুড়ি আড্ডায়।
তুমি নেই,
বকুল বেঁধির পাড়ে,
রেল লাইনের ধারে,
বাজে আড্ডায় চায়ের কাপে,
বি এ ডি সির সবুজ ঘাসে,
সরু পথে,
পুকুর পাড়ে,
দিঘির জলে,
আবেগে জড়ানো বাহুডোরে।
তুমি নেই,
খোলা চুলে বিকেলের রোদ্দুরে,
সাদা কলেজ ড্রেসে,
পড়ার টেবিলে,
বইয়ের পাতায়,
চিঠিতে,
টেলিফোনে,
নৃত্যর মঞ্চে,
নগ্নপায়ে দুর্বাঘাসে,
ভাঙা আয়নায়,
ভার্সিটির চত্বরে,
কমন রুমে,
কিবা এ রুক্ষ হস্তের বন্ধনে,
নিকোটিনে পুঁড়ানো ঠোঁটে,
তুমি নেই কোমল হৃদপিন্ডে।
তোমাকে এখন খুঁজে পাই দুঃস্বপ্নের নগরে,
ধূসর পান্ডুলিপিতে,
ভিসুবিয়াসের জ্বালামুখে,
মেঘহীন গগণে,
প্রচন্ড রৌদ্রে,
কামারের হাফর তাওয়া জলন্ত কয়লায়,
পুঁড়া ইটের গন্ধে,
বিরহী কাঁটাবনে,
সৌর কণিকায়,
বিধ্বস্ত ধ্বংসস্তুপে,
প্রতারণার সমুদ্রে,
দুর্গম গিরি শিখরে,
অন্যের বাহুডোরে,
তুমি সুখি হও চিরতরে,
হয়ত আমারি ভুলে,
আজি আমি তোমা হতে, যোজন যোজন দূরে।
----০----


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।