এক কাপ চা
- আরিফুল হক দ্বীপ
আমিতো চাই না কিছুই,অধিকারটুকু
প্রেমিকের,তোমাকে ভালোবেসে একটু
চুমু খাবো হৃদয়ভরে,তাও চাই না।
চাই না আমার সঙ্গে রাতভর গল্প করো
কাঁথা টেনে জড়িয়ে ধরো বলো ভালোবাসি।
চাই না অসুস্থ হলে বিমর্ষ মুখে বসে থাকো
শিয়রে,নিজের হাতে তুলে দাও ভাত,
জলের গ্লাস-
চাই না আমি কোনদিন আমার তরে
এক ফোঁটা ফেলো জল,
পালকহীন পাখির মতো দেখে জীবন।
তাও চাই না,
ভুল করে যদি কখনো হাসিমুখে
ফুল নিয়ে এসে বিস্ময় দাও একদিন।
চাই না আমি কিছুই তার।
শুধু চাই খুব ভোরে-
একদিন তোমার পায়ের নূপুর বাজিয়ে
ভাঙ্গাবে ঘুম আমার,চোখ
মেললেই দেখি যেন তোমার হাতে ধোঁয়া
ওঠা এক কাপ চা-
তোমার কাছে আরতো কিচ্ছু চাওয়ার নেই।
২০/৮/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।