চকোলেট
- আরিফুল হক দ্বীপ

বললে তুমি,একটু বেশিই খেয়েছ নাকি
আমি পেয়েছি কম,
তাই করলে মন খারাপ।
আমি দেখি গোলাপি ঠোঁটে এখনো
তোমার আছে মেখে চকোলেটের দানা,
নিজেই হয়ে যাই পিপীলিকা,
খেয়ে নিয়ে বললাম,এখন হলতো?
এবার তবে তুষ্ট মন?
দেখি সত্যি অধর গলে-
প্রিয়তমার ফুটে উঠলো রূপোলি জোছনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।