লালিপপ
- আরিফুল হক দ্বীপ

খুকুমনির জন্য কিনতে হয়,
না আনলেই বিপদ
কেঁদে টেদে বালিশ ভিজানো
কিছু মুখে না তোলা-
বাসায় টেকা দায়,আনতেই
হবে লালিপপ।
ইদানীং
খুকুর মা-ও করছে জ্বালাতন,
তার জন্যও আনা চাই
নয়তো ঘুমুতে দেবে না,
আরও কিসব অসভ্য ন্যকামো
নরক নরক ওসব করে না-
অবাধ্য যুবতী শুনে না বারণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।