দুখের কপালে চুমো এঁকেছি
- রুহুল আমীন রৌদ্র

এইতো সময়, প্রাণ খুলে হেসে নেই কিছুক্ষণ,
ছিঁড়ে গেছে সকল স্বপ্নের জাল।
ভাবনার আকাশে অস্তাচল রবি,
দুখের প্রবল আকর্ষন হৃদয় সায়রে,
বাঁধ ভাঙা জ্বলোচ্ছাসের ঘনঘটা,
দুখের কপালে চুমো এঁকেছি,
কাঁদতে হবে আজীবন।
এ গোধূলীলগ্নে,ডুবে যাক রবি,
পুঁড়ে যাক প্রত্যাশা,
তবুও প্রাণ খুলে হাসবো কিছুক্ষণ,
তাতে যদি কিঞ্চিত সুখ পায় মন।
--------০-------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।