নিঠুর শিকারিণী
- রুহুল আমীন রৌদ্র
হয়ত তুমি আমাকে,ভুলতে পারবে অতি সহজেই,
কেননা, তুমি আমাকে দিয়েছিলে,
শুধুই উপরাঙ্গ,
ভেতটা কভু দাও নি।
হয়ত তুমি স্মৃতিগুলো মুছতে পারবে, অতি সহজেই,
সুখের আবছা কুয়শায় স্নান করে,
কেননা, আমার স্মৃতিগুলো,
মেখেছো শুধুই গায়ে, ভেতরের পরশ দাওনি।
হয়ত তুমি স্বপ্নগুলো পাল্টে নিবে অতি সহজেই,
কেননা,আমার ভালবাসা, তোমার মনের
চূঁড়াবালিতে রেখে,
সাজিয়েছো সেথায়, মিছে স্বপ্ন প্রাসাদ।
হয়ত কোন রত্নবান সমুদ্রের ঊর্মি,
এসে মুছে দিবে তা।
হয়ত তুমি,স্মতিময় রুমাঞ্চিত ক্ষণগুলো,
কালের গহ্বরে ছুঁড়ে দিবে নির্দ্বিধায়।
কেননা,আমার আবেকময় স্মৃতিগুলো, সাজিয়েছিলে,
কোন এক জীর্ণ ভঙ্গুর দ্বীপে।
তোমার পাল্টে যাওয়া জ্বলোচ্ছাসে ডুবে যাবে তা।
হয়ত তোমার ভালবাসা ছিল,
ডুমুরের ফুল,
ক্ষণিক দীপ্তি বিকিরিয়েই ম্লান।
আমি তো দিয়েছি তোমায়,
পথের ধারের জীর্ণ ভাঁটফুলে ভরে, সত্য ভালবাসা,
হয়ত কেহ তোমায়,নিবেদবে হীরক দুল,
তাই বলে কি ভুলে যাবে আমায় ?
তুচ্ছ এ প্রমোপহার, ফেলে দিবে নর্দমায়?
হয়ত মোর চিত্তের আকুলতা,স্পর্সে নি তোমার চিত্ত,
তাই তো দুসর হয়েছো অন্য রথে।
হয়ত মোর ভালবাসা,মাকঁড়সার জালিকা বুনেছিলো,
তোমার বর্হিরঙ্গে,
তাইতো খোলস বদলে চলেছে, অন্য নায়ে।
হয়ত আমার ভালবাসাই ছিলো খোলস,
তবে তুমিও কি ছিলে গুপ্তচারিনী?
চার বছরের এতো স্মৃতির ঝিনুকে,একটি মুক্তোও
কি ছিলো না ?
প্রশ্ন জাগে হৃদে, আমিই কি ছিলেম তোমার
প্রথম শিকার?
নাকি শিকার করেই চলেছো, যৌবনের ধনুকে ?
হয়ত তাই.....
কিন্তু আজও বুঝনি, শিকারের বেদন।
হয়ত একদিন বুঝবে,যেদিন থাকবে না,
যৌবনের ফাঁদ।
সেদিনও হাত বাড়িয়ে আমায় ডেকো,
দেখিবে, পাথর চোখে চেয়ে আছি,
তোমারি প্রতিক্ষায়।
---------০--------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।