কেবল মার্জনা কর
- শাওন সারথি - কি চির সত্যেরে দেখাই
একমাত্র আমিই পারি।
কারন, আমিই শ্রেষ্ঠ।
কারন, আমিই সৃষ্টি রাজা
এইসব সৃষ্টি রাজ সভায়।
হে আমার রব,
হে আমার স্রষ্টা,
তুমি মোরে দিয়াছ সব।
তুমি চাইলেই হতেম
কোন আস্তাকুড়ের অধেম!
হতে পারতুম
একটা কর্মঠ পিপীলিকা।
সারা দিন খাদ্য সন্ধান করি
দিনের যবনিকা।
হতে পারতুম
একটা পাখির ছানা।
সারা দিন উড়তে উড়তে
কত প্রতারণা!
হতে পারতুম
একটা সবুজ বৃক্ষের মত।
শত শতাব্দী দাড়িয়ে থাকতুম
অবিরত!
হতে পারতুম
আরও অনেক অজানা সৃষ্টি!
কিন্তু তুমি তাহাদেরি মতন
মোরে দাওনি সেই গড়ন।
মোরে দিয়াছ সব সৃষ্টির রাজা করি,
সব সেরাদের সেরা গড়ি!
তুমি মোরে দিয়াছ সব,
তোমারে কি দিয়া লব?
মানুষের মত গড়িয়া
কি অভিনব!
হে আমার রব,
হে আমার স্রষ্টা,
তোমায় চাইনেতো কিছু আর।
কেবল মার্জনা কর,
কেবল মার্জনা কর,
এই অধম সৃষ্টি তোমার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।