রুমাল
- আরিফুল হক দ্বীপ

বলছো তুমি কিছুই নেই,
যা দিয়েছিলাম
কালের স্রোতে হারিয়ে ফেলেছো সব,
ময়লা পাঞ্জাবির পকেট থেকে
বের করে দেখাই রুমাল।
চিনতে পেরেছতো এখনো তোমার
গন্ধ অমলিন,নকশা করা উপহার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।