স্বপ্নবিলাসী হৃদয়...
- সৌম্যকান্তি চক্রবর্তী

মুখের মাধুরী চন্দ্রকিরণ ..
খোলা কেশেই সাঁঝের বোধন ,
চোখে সাগরের গভীরতা ..
কি যেন তোমার নামটা ?

জানো কি কন্যা তোমার জন্য
মন আমার বড় পিয়াসী ...
জানো কি তুমি তোমার তরে
হৃদয় স্বপ্নবিলাসী ...

হৃদয় বলে তোমার কাছে ..
মুহূৰ্তগুলো ও থেমে আছে ,
সময়ের নদী বইতে বইতে ..
এই দৃশ্যেই জমে গেছে !

তোমার জন্য ব্যগ্র আমি ..
এ দায় কি শুধু আমার ?
সাগরের মত চোখের মালিক ,
নামটা বলো না তোমার ?

আজ আমি দূরে তোমার থেকে ,
তুমি তো চেনো না আমায় ...
তোমার সঙ্গ যদি নাই পাই !
কি লাভ তোমার আকাঙ্খায় ?

আমি চাই এক নির্জন স্থান ...
খুব নিরালায় , স্তব্ধ মেলায় ,
তুমি আর আমি একাকী ...
তোমার স্বপ্ন দেখছি আমি
আছে আমার কাজ কি বাকী ?
সাগরসম চোখের মালিক ..
এখন ও নামটা বলবে না কি ?


অনুবাদ কবিতা

শিল্পী : কিশোরকুমার


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।