পরকীয়া কাব্য
- আরিফুল হক দ্বীপ

রাতের ঘোলাটে মেঘ ঘিরে ধরে
চাঁদের যৌবন,আর
আমিও সেই মেঘের মতো তোমার
ঢেকে দিই সোনার রুপ আলিঙ্গনে।
স্পর্শের আগুনে পোড়াই
অতৃপ্তের রাতগুলো-
যেন আর কারো নজর না লাগে,
যেন আর কেউ
তোমাকে না ভালোবাসে।
যেন আরো সন্দেহ গাঢ় হয় তার,
তোমার ঠোঁটে ওই তিলের কাছে
হঠাৎ ক্ষতচিহ্ন-
দেখে যেন
বিশ্বাস হারিয়ে ফেলে চিরতরে।
তখন তুমি আর আমি,
এই নদীর কিনারে
এসে বসে থাকবো,হাসবো,ভাসবো-
কেউ তখন তোমার চোখের প্রান্তরে
এমন ভয়ের
মূর্তি হয়ে দাঁড়াবে না কখনো,কেউ না।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।