চোখে হারায় ...
- সৌম্যকান্তি চক্রবর্তী
ভাঙা স্বপ্নগুলো
আমাকে শিক্ষা দেয় ...
হৃদয় যাকে চেয়েছে,
মন তাকে চোখে হারায় !
তাকেই কেন খুঁজে বেড়াই ,
খুঁজেই পাই না যাকে ...
জানি না কেন মনের অতিথি ,
রুষ্ট হয়ে থাকে !
মনের আশা যা কিছু ছিল ...
হতাশ হয়ে কাঁদে !
মন যাকে চেয়েছে ,
কেন , চোখ ও তারে সাধে !
তারাদের কাছে প্রতিহত হয়ে ...
ফিরে এল আমার ধ্বনি ,
উজাড় হওয়া দুনিয়ার
নিরাশ সন্তাপবাণী ....
এখন এই ক্লিষ্ট প্রাণ ..
কি করে যাতনা সয় ...
হৃদয় যাকে ভালোবাসে ...
মন তাকে কেন হারায় ?
হিন্দী গানের অনুবাদ কবিতা
Translated from tutey huye khawabo ne by Md Rafi.
গীতিকার : শৈলেন্দ্র
সুরকার : সলিল চৌধুরী ..
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।