কুহরে কুহুচারী লব্দ তরঙ্গে
- তানজির উদ্দিন

কুহরে কুহরে বাজিছে কোন কুহু কুহু ধ্বনি
নামিছে সুর তরঙ্গ রাশি রাশি
কুহরে কুহরে উঠিছে কোন গানের মোর বাণী
ঝরিছে সুর তরঙ্গ রাশি রাশি
আজি অগ্রাহায়নের কোন সে বেলায়
আচক্রবালে দেখি কোন মত্ত খেলায়
ওরে কোন পাখি আসে ফিরি ঊড়িয়া
ওরে যায় রে সে মন পাখি আপনার যাত্রায়
ওরে যাত্রা অবসানে কে ওঠে জাগিয়া
মম জীবনের মহা মন্দ্রিত লহরে নাচিয়া
ওরে সে বিহঙ্গ আকাশচারী অগ্রাহায়নে এসে
উদাও ডাক কারে দেয় কে রয় থাকিয়া
ওরে কোন গগনচারী অধীর আকুল বেশে
রয় তারি পানে চেয়ে চেয়ে আজো বেলায়
এ বেলা গিয়াছে কোন দূরের পথে পথে
অনাদিকালে বিস্তৃতি পাইয়াছে কোন পথে
একলা
বলি অগ্রাহায়নের শেষ দিনের বেকেল বেলা
ফিরে এসো থামিয়া চারণ ভূমি ছাড়িয়া পাখি
দেখো চাহিয়া কোন বেলায় বিষ রয় থাকি থাকি
তবু একলা
কোন এক কালের কোন শূন্য বাক্যের পথে
কোন কল গুঞ্জোণে পাপিয়ার বেশ ধরি হেঁটে
শিষ দেয়া পাতায় পাতায় উদার সে গানে
মোর পথের তরে আসি ভালোয় ফিরে বীণে
তবু দেখি একলা
করুণ জীবনের পৌষের বেলা
তবু করি এ হেলা
বিরস জীবনের মাঘের বেলা
ওরে মাঘের সন্ন্যাসী পৌষে খুঁজিয়া মাঠে মাঠে
লইয়াছে এক রিক্ত আসনে আপনার মনঃ মাঠে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।