দরিয়ার মহাগুঞ্জণে
- তানজির উদ্দিন
খেলা নয় এ বিবর্ণ আধিয়ার রপ্ত গুঞ্জণে
বাণী নয় এ বিরস আলোকের গত গুঞ্জণে
রব নয় এ মহাকল্লোলের আগত মহাঅরুণে
গান নয় এ মহাগানের ফলত বর্ণে বরণে
ওহে আধিয়া , এ মহাআধিয়ার এক গানে
অনিঃশেষ সুরস্রষ্টা বিবর্ধিত গানের পানে
নাহি বিরহ নাহি বিরহ আধিয়ার বিরহ
আলোকের উচ্চকিত লাভায় এ জাগে বিরহ ।
ও গানের বেশ কে লাও
জীবনের গানে বিদায় লাও
কুসুমিত ধরণীর পরে যাও
নিয়ে এলে বর্ণ বিরল নাও
আধিয়া ,
ওহে আধিয়া আজি আকুণ্ঠ নিমজ্জনে
কোন গানে আধেক বেলার অর্ধ সমাপনে
বিরল তটের তটিনীর পরে যাও হে যাও
নিরাল দরিয়ার দয়িতার দরহমে কী গাও
কল কল করিলে দরিয়ার জল তরঙ্গ রাশি
কী হেন উঠিলে গুঞ্জণ কারে বারে বারে নাশী
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।