প্রেম
- আরিফুল হক দ্বীপ
প্রেম এতো সহজেই বুঝি হয়ে যায়?
আলোকসজ্জা কোন রেস্টুরেন্টে ঘন্টার পর ঘন্টা
হাত ধরে,শরীর ঘেঁষে,কামনার জ্বালা মেটালেই
প্রেম হয়ে যাবে শুদ্ধ ফুলের মতোন?
এতো সহজেই হয় না প্রেম,
রিক্সায় হুড টানিয়ে বৃষ্টির দিনে মিষ্টি মিষ্টি কথা
বললেই হয় না প্রেম।
প্রেম হবে চাকরির জন্য হন্যে হয়ে ছুটা সেই
শ্রান্ত ক্লান্ত মানুষটার পাশে এসে প্রেরণা জোগাবে
শত শত,গন্তব্যে পৌঁছানো মুহূর্ত পর্যন্ত তার তরে রইবে
অপেক্ষায়-
প্রেম হবে,অসুস্থ হলে সেই প্রিয়মুখ,ঘা,পচার
গন্ধ সহ্য করে বসে থাকবে রাতের পর রাত
তার শিয়রে,মুখে জল দিবে,খাইয়ে দিবে ওষুধ-
প্রেম হবে নিঃস্বার্থ,বাজার বসবে না এখানে
স্ট্যাটাসের-
দর কষাকষি হবে না,থাকবে না কোন অহংকার,শুধুই তুমি
আর
সেই মানুষটি,
খুঁজে দেখবো,সেই প্রেম?-কোথাও নেই,বিলুপ্ত শকুনের
মতো।
২২/৮/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।