বিবর্ণ বিকেলের পরে
- তানজির উদ্দিন

আজ বিবর্ণ বিকেলে বসি ঘরের পরে
অচল পটের কোণে দেখিয়া মৃদ্যু হাসি
রচয়িতার কোন বাণী বর্ণিলে অস্তেরপথে আজ এ ক্ষণে
বহিছে মৃদ্যু বাতাস বাগান হতে ঝাপটিছে অধরে কী বরণে
খুঁজিয়াছে কোনসে গীত অম্বরী থাকিঅম্বরে
প্রলদ জল খেলায় নামিছে চোখের ধারায় আর
অম্বরে সাজিছে কোন বিদায় মাতা গুণ্ঠণে
বিসর্জনের নেশায় মাতিয়াছে মত্ত মাতার পানে ।
ওহে বিদায়ী ওহে অরুণ প্রদায়ী হে অম্বরী
অম্ব গগণ পানে রচিয়া অচল হে অচল গানে
অম্বরে সাড়ম্বরে সাড়ম্বরে গানে গানে
বৃথাই অম্বরী বৃথাই এ বিদায়িনী ।
এবার বাক্যালাপ সমাপ্তে উঠিলে
বেশ ছাড়ি কহিলাম শুধায়ে তারে
ওহে বিবর্ণ বৈকালের প্রস্তরে
উত্তরহীন কাটিলে বিকেল মোর
তারে ভুলিবার অযোগ্য সে বিবর্ণ পটচ্ছবি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।