চন্দ্র নেমে এল
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত

তারপর ঐ রাতের চন্দ্র নেমে
এল আকাশ হতে
খেলিল এ মর্ত্যে,
নেমে এল স্বর্গের সুবাস
প্রীতির এ কোন বন্ধন
সুবাসি রঙের কোল হতে এল
মধু বরিষে
অনবরত
মেলে ধরে এ পৃথিবীর
না না
বিচরি ঐ শূন্যে
সার্বক্ষণিক ঝরণার মতো
প্রভুর বার্তা
দুয়ারে দ্বারে আনি আনি
নিয়াছে শেষে
অন্তরের গভীরে
প্রোথিত এ আমাদেরি ভালোবাসা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।