লাগামছাড়া মন ...
- সৌম্যকান্তি চক্রবর্তী

মন কি যে চায় ,
বুঝতে পারি না ...
খুশি যে কি করে
করি তারে ...
জানতে পারি না !
মন কখনও মাতাল হয় ...
কখনও বা ধীরস্থির ;
কখনো কখনো বেজার হয় ,
কখনো বা অস্থির ...
লাগাম দিয়েও পারি না ,
মন তো লাগামছাড়া ;
মনের গতিতে মনকে ধরি ,
সে অতীব ছন্নছাড়া ..
মনকে ধরে রাখতে
তোমায় শুধু বলি ...
মন তুমি থেকো আমার কাছে ..
মনকে নিয়েই চলি !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।