অন্যরকম ভয়
- আরিফুল হক দ্বীপ

তোমার নখ দেখে আমার বড় ভয়
মনে হয় এই বুঝি বসিয়ে দিচ্ছো
কাঁটাচামচের মতো লম্বা লম্বা নখ
পিঠের উপর খুঁনসুটির পর-

তোমার চোখ দেখে আমার বড় ভয় হয়
মনে হয় এই বুঝি ফনা তুলছো
গোখরার মতো আর প্রতি দৃষ্টিতে
করে যাচ্ছো দংশন।

তোমার হাত দেখে আমার বড় ভয় হয়
মনে হয় এই বুঝি ঝড় উঠলো হাতের
পাঁচ আঙ্গুলে,আমার গাল দুটোতে
বয়ে দিচ্ছো অগ্নিময় ঝড়।

তোমার ঠোঁট দেখে আমার বড় ভয় হয়
মনে হয় এই বুঝি গিলে খায় সব জড়তা
তীক্ষ্ণ দন্তের বিষ ছড়িয়ে দিচ্ছে আমায়
অদ্ভুত কোন শিহরণ।
...........................(....)..........................


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।