তাসের ঘর
- সৌম্যকান্তি চক্রবর্তী
বদলের দুনিয়া তো
তাই তুমি ও বদলে গেলে ..
আমার কথায় সায় না দিয়ে ,
ওদের দলে গেলে !
চমক দমক বড়ই ছিল ...
প্রেমের খেলাঘরে ,
ভালোবাসার খোলস ছিল
ছলভরা অন্তরে ...
সে সবকিছুই স্পষ্ট হল ,
এল যখন ঝড় !
তার দাপটেই উড়ে গেল
ঠুনকো তাসের ঘর !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।