তোমার সুখেই সুখ
- আরিফুল হক দ্বীপ
তোমাকে দেখার বড় সাধ জাগে মনে,
এখন তুমি কেমন আছো?
চাঁদনী রাতে উদাস হাওয়ায় মেলে
দিচ্ছো নাকি কালো চুল
কারো নাকের ডগায়?
অবশিষ্ট সুখ শব্দগুলো শুনতে দিচ্ছোতো
কারো বুকের পশমে ঠেকিয়ে মাথা?
কেউ কি বাসছে অমন ভালো?
জানি না তুমি কেমন আছো?
কেমন করে রাত পোহাচ্ছো,দিন কাটাচ্ছো
তোমাকে দেখার বড় সাধ জাগে মনে।
হয়তো তুমি অনেক সুখে
পাগলের মতো অন্য কেউ ভালোবাসে তোমায়,
আমার চেয়েও যতন করে কাব্য শোনায়।
ঈর্ষা করবো না,জেনে ভীষণ
হবো খুশি,তুমি সুখী হবে-
এর চেয়ে কি সুখ হতে পারে আমার বলো?
২৬/৮/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।