অবিশ্রান্ত
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত
একলা হাঁটি হাঁটি
মর্ত্যে শেষে,
দু কদম ফেলি
চাহিছে ঐ অকূল দরিয়া পানে-
দেখিছি রাঙা আবীর মাখি
ভোর উঠিছে আর ঐ পাখি,
ধেয়ে চলে অনিঃশেষে
নূতন ভোরের পানে;
গাহে না শুধু কাকলি মাখি
আপনারে উজ্জ্বল্যে সাজি|
সারা রাতের অভিশাপ শেষে
দেখিছে আজি নূতন ভোর
এই দীর্ঘ সময়ে,
দিয়াছে পাড়ি
অনেক নদী সায়র আর পাতাল
ফেলি-
দু কদমে বিছায়ে পড়ে
এ মাতার বক্ষে
।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।