তোমার সুরভি
- সৌম্যকান্তি চক্রবর্তী

কোন সকালের আগমনে ,
এলে আমার এ জীবনে ;
বকুল ফুলের সুরভিতে ...
ভরলে এ প্রান মন ;
প্রেম প্রীতি সোহাগেতে
ধন্য এ জীবন !

ছিন্ন এ হৃদয়খানি ...
জুড়ে দিলে খুশির গানে ;
যখন তোমার আঙুল ছুঁল ..
আমার দেহ আমার প্রানে !

তোমার স্পর্শ তোমার হাসি ...
আমার প্রানে বাজায় বাঁশি ,
তাইতো এ প্রান তোমায় ছাড়া
হয়ে যে যায় দিশাহারা ..
হৃদয়েতে খুশির জোয়ার
স্তব্ধ হয়ে যায় ;
চাঁপা বকুল গোলাপ গাঁদা
যতই ফুটুক ..
গন্ধে তারা সবার তারিফ
যতই লুটুক ..
তুমি না থাকলে কি হবে
ঐ সকল ফুলের গন্ধে ?
ফুলের স্থানে তোমার সুরভি
আমার রন্ধ্রে রন্ধ্রে !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।