লাগছে চেনা ...
- সৌম্যকান্তি চক্রবর্তী
তোমায় অনেক লাগছে চেনা ...
কোথায় দেখেছি যেন ?
কিছুতেই মনে পড়ছে না !
বুঝতে পারি না কেন ...
তোমার হাঁটা তোমার চাহনি
তোমার দেখার ভঙ্গী ..
কোথায় দেখেছি তোমায় আমি ?
বলো না গো তুমি সঙ্গী ?
নাকি কোনো অদৃষ্টের সংঘাতে ...
দেখা হয়েছিল পথে ?
সেই স্মৃতি যদি মুছে যায়
তবে আজ কেন সে দাগ কাটে ?
হয়ত বা তোমার সাথে ...
হয়েছে মনের বিনিময় !
সেইটুকু মধুস্মৃতি হয়ত
স্মৃতিপটে দোলা দেয় ?
নতুবা কোনো মতের মিলে
হয়েছিলাম একমত !
সেই স্মৃতিটাই আজকে হয়ত
মাথায় পাকায় জট !
কিংবা হয়ত পথের আলাপ
মনের কোনো মিল ...
আজো রেখে গেছে মনের আখরে
কোনো আলো ঝিলমিল !
নয়তো আমার মনের ভুলে ...
এসব আজব ভাবনা !
হয়ত বা সব কাকতালীয়
আবেগের যত বন্যা ..
যদি তাই হয় আজকে না হয়
প্রথম পরিচয় ....
তুমি আর আমি এখন থেকে
বন্ধু হলেই হয় !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।