বিরহী কাঁটাবনে
- রুহুল আমীন রৌদ্র
নদী ;
সময়ের স্রোতে মেতে,
বেশ পাল্টে গেছো তুমি।
তোমার বিস্তৃত উত্তাল যৌবনে,
ঊর্মি খেলে দখিনা মলয়।
সেদিন দাঁড়িয়ে ছিলে পাশে,
পড়ন্ত রোদেলা বিকেলে।
কোঁকড়ানো সিল্কি চুল গুলো উড়ছিলো,
বহুদিন পর খুঁজে পেয়েছিলাম,
চিরচেনা গন্ধ।
সেই প্রথম রাত্রির কথা মনেপড়ে ছিল,
মেঘলা গগণে, নক্ষত্রের জ্যুতি ছিল ম্লান,
চুপিচাপি এসেছিলাম তোমার কুঞ্জে।
তুমিও হয়েছিলে সাকি,
পিয়িয়েছিলে যৌবন শরাব !
সেদিন ভয়ছিলো হৃদে,
মেঘলা গগণে বজ্রের ঘনঘটা,
পানকৌড়ির মতো,
ডানা মেলে উড়েছিল ভাবনাগুলি।
কম্পিত শিহরিত অধরে, প্রথম পরশ !
তারপর ঝড় এলো মেঘলা গগণ ভেঙে,
মুখ থুবড়ে পড়ে রইলাম আমি।
ডাল ভেঙে, পাখির ছানার মতো
মরেছিল স্বপ্নগুলো।
তুমিও উড়েছো সেই ঝড়ে,
মুক্তির আভাসে ডানা মেলে।
বিজন অরণ্যে হারিয়েছো তুমি,
যেথা হতে আর ফিরবে না কভু জানি।
নদী ;আজও হেরে যাই নি আমি,
নিঃসঙ্গ নিষুতি রাতে,
দলে চলেছি বিরহী কাঁটাবন,
তোমার নেশার ঘোরেই।
-----------০------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।