তুমি ছিলে
- রুহুল আমীন রৌদ্র

নদী;
তুমি ছিলে মোর অস্তিত্বের সীমান্ত,
হৃদয়ে অশান্ত আবেগভরা
ভালবাসা।
পাশাপাশিছিলেম দু'জন,
সপ্তঋষির মতো,
শৈশব হতে যৌবন অবধি।
বক্র চোখের চাহনি,
আমিও বুঝনি
তুমিও তো বলো নি কোনদিন,
আমাকে এত্ত ভালবাসো ?
আমি ছিলেম মুক্ত গগণ,
শুভ্রমেঘ ছিলে তুমি,
অব্যক্ত বচন হয়নি বলা,
আবেগের অধর চুমি।
আজ পেরিয়েছো আমার সীমানা,
অথই সিন্ধে তোমার বসবাস,
শুভ্র কুহেলিকা হয়ে
নিরবে নিভৃতে,
ভিজিয়ে যাই কূলের দূর্বাঘাস ।
------০------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।