আমি ভারতবাসী ...
- সৌম্যকান্তি চক্রবর্তী

আমি ভারতবাসী ...
হিন্দু মুসলিম শিখ খ্রীষ্টান
সবাই আমার ভাই ...
সবাই রক্ত দিয়েছে
স্বাধীনতার জন্য ...
তাই তো ধর্ম দেখি না ...
জাত দেখি না , বর্ণ দেখি না ..
আমার সমাজে সবার আনাগোনা !
নামও দেখি না কে শেখ, কেই বা চ্যাটার্জী
যেই ভালো হবে তাতেই আমরা রাজী !
দেখি না আমি কে রবি কেই বা নজরুল ,
আমার চোখে কেউ বা গোলাপ
কেউ বা চাঁপাফুল ....

আমার দেশ ধর্মনিরপেক্ষ ....
ধর্ম এখানে শুধু উপলক্ষ্য !
পূজা আটকে নামাজ হয় না এখানে ,
সব আচারই সমাদৃত নিজ নিজ স্থানে !

সংখ্যালঘুরা নিন্দিত নয় বন্দিত এখানে ,
প্রতিভাশালীরা ভাতাও পায় ..
সুস্থ সবল জীবন পায় ...
ভয়হীন সমাজে বাস করে ...
এটাই সমাজের লক্ষ্য
আমরা ধর্মনিরপেক্ষ !

আমার এক টুকরো বাংলা ...
হল পুরো ভারতবর্ষ !
বাংলা ভাষায় কথা বলি ...
বাংলা আমার হর্ষ !

সব ভাষাই ভালো
তবে হিন্দী রাষ্ট্রভাষা ...
ভারত আমার মাতৃভূমি
ভারত আমার আশা !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।