বিচিত্ৰ গল্প ...
- সৌম্যকান্তি চক্রবর্তী

শোনো আমার বন্ধু যত
শোনো মন দিয়ে ...
বিচিত্র গল্প বলব আমি
তোমাদের নিয়ে ,
এক বাড়িতে থাকত
এক ছোটো পরিবার ...
সুখে দুঃখে কেটে যেত
তাদের সংসার ...
বাবা ভাই বোন মিলে
মজা করত কত ..
মাতা তাদের বহুদিন
হয়েছিল গত ...
তাদের পরিবারে ছিল
দুটো কুকুর ছানা !
কুকুরে মানুষে করত
সাথে খানাপিনা ..
সবাই মিলে ভালই ছিল
হঠাত্ একদিন কি যে হল ...
ধর্মগুরুর আদেশ মেনে
হল গোলমাল !
মাসাধিক কাল উপোস করে
বোনটা গেল হঠাত্ মরে !
ঘরের মধ্যেই থেকে গিয়ে হল কঙ্কাল !
কুকুরগুলো ও আর খেলো না
করল ধর্মঘট ....
তারা ও গত হল
মরে গেল ঝটপট ...
বাবাটাও একদিন স্নানাগারে গিয়ে
আত্মহত্যা করে ফেলল
আগুন লাগিয়ে ....
তখন তো তাই পুলিশ এল
সাইরেন বাজিয়ে ..
ভাইকে নিয়ে গেল তারা
হাতে দড়ি পরিয়ে ....
ভাই পাগল হয়ে
তাকায় আজব চাউনি নিয়ে ..
বিদায় আমিও নিলাম
করি নমস্কার ...
তোমরা মেনে নিও না গো
এমন সংস্কার ...


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।