অস্ফোটিত প্রভাত
- রুহুল আমীন রৌদ্র
আঁধারে জনম আমার,
আঁধার কেই আজ বড্ড ভালবাসি,
আঁধারের মাঝেই হেরি,
নির্জলা কদর্য্য হাসি।
স্রষ্টার কলম বুঝি তন্দ্রাচ্ছন্ন ছিল,
আমার ভাগ্য লিখতে,
না হয় এ মোর, কোন জনমের
নিক্ষিপ্ত অভিসম্পাত।
আমার গগনে অনুদিত,
প্রভার তপন,
বিম্বিসার অমাবস্যায় আমার ভূবন।
মোর নিঃসঙ্গ ভাবনাগুলো,
ধূসর নিশীথের নিশাচর,
পবিত্র পুষ্পের অবশিষ্ট কণ্টক শাখা।
আলেয়ার মত ক্ষণপ্রভা,
আমার সুখগুলো,
কেহ এলো না,
একমুঠো প্রতিফলন নিয়ে।
ভয়াল তমস্যায়,
আমি এক ক্ষুদ্র ক্ষণজীবী।
ভাবনাগুলো ছুঁতে চায়,
প্রভাত কিরন,
আমার এ নিশীথ কভু হয়না' ক ভোর।
----০----
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।