মন্ডপে ঐ রমনী
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত
ওগো কেগো তুমি
আজি-
রাত গভীর হয়ে এল
রজনীর ঝিঁ ঝিঁ ক্লান্ত হয়ে এল;
সোনার পিয়ালায় জন্মিল সুরভি
আজি
শান্ত হয়ে এল রজনী|
তবু-
তোমার ঐ ঘোমট পরা
মাথার আঁচলরঙিল পারা
হায় নাহি শুভ্র ললিতা ছাওয়া|
ভাবিছিলেম তুমি
বিধবা রজনীরে তাই,
করিছ আশীর্বাদ
হায় হায় একী দেখি ?
লালম চপল ছায়ে গড়িছে
তোমার পদখানি
এ রাতে|
গভীর রজনী
গভীর হয়,
তবু শুনি তোমারি ঘন্টা
লুণ্ঠিত মস্তকে-
হে রূপের ছাওয়া
ও রমনী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।