বিকেলের অপেক্ষা রাতের গভীরে
- তানজির উদ্দিন
বেহায়া পথের ঊর্নাভ
এখন ঘিরে ধরে আর
পড়ন্ত বিকেলের গান
শেষে নিস্তব্দতায় ফেরে
কোন এক জোছনার মায়ায়
কতকালের আরোধ্য রাতের অন্ধকার
আজ বিবর্ণ শ্যমলীমায় চেয়েছি তোমাকে
পরশ নেবো বলে কোন আধেক দিবসের অপেক্ষায়
হে বিরস বচনের অধিক কসরতে মোর বিরহ নারী তল্লাটে
আজ শুকনো পাতায়
মর্মরি মনে মর্মরে
মহাপ্রেমের পীড়িত খেলায়
নাই যদি থাকে সেই স্মরণ
দিবসের বাক্য খেলায় এই
সুরভি ভরা বাগানে কারে
আধেক রজনীর অপেক্ষায়
চিন্তনে পার করি রাতে
কত গান ছিল আজ মনে
কত ফুল মাল্যদি রয়েছে
সব ছিল বিরস তল্লাটে ।
খেলা শেষ হয়নি
গান ফুরোনি আজ
বাদ্য শোনা যায়নি
ডাহুক নেই কি আজ ?
রাতের প্রতিটি পর্দায়
পর্দায় কাঁপন লাগে কি ?
কারে স্মরণ করি এখনো কবিতার প্রহর গড়ি
অনাদিকালে বিস্তৃত করে চলে এ ক্ষণিক রাত
প্রহর পেরোয় ধীরে ধীরে কোন অজানার আশায়
বিবর্ণতায় মিটায়ে চলে সেই বিকেরের ঊর্ণাভে
বেহায়া পথ ও ঊর্ণাভ বুননের বিকেলে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।