দাও আমায় বিদায়
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত

ও সখিগো আজি
বিদায়ে বেলায় আমার প্রাণ কেঁদেছে
তুমি দেখোনি ?
রাতের আঁধার ঘনিয়াছে
দিয়াছে হাতছানি এসেছে তারপর
প্রীতের পরশে এ পরানে

আমায় কেন রে
পিরীতের ডোরে বাঁধিলি রে
আজি শেষ ক্রন্দনে পরান কান্দে রে

ওগো সখি বিদায় দাও
হাসি খুশি মেলে ধরে
আপনি বল হে প্রিয়
দিয়াছি বিদায় হে প্রিয়

তবু স্মরণে রেখ
তবু হাতছানি দিও
একখানি এ গুণ্ঠিত পুষ্প
প্রাণের তোমার বিলালে
অন্তিম আশীর্বাদ

শেষ আশীর্বাদে
বিদায়ে দাও দাও
চলি যাব দূর
অন্তহীন ঐ দূর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।