একটা প্রেমের কবিতা ..
- সৌম্যকান্তি চক্রবর্তী

একটা প্রেমের কবিতা
লিখব বলে ...
তোমার কাছে মৃদু পায়ে
আজ এসেছি চলে ...

তোমার পলকের ছায়ায় বসে
কবিতাকে আজ জন্ম দেব ...
প্রেম দিয়ে রাখব মুড়ে ;
অদ্ভুত কোনো মায়াবী সুরে !

সেই প্রেমের কবিতাটিতে
তুমি এক রমনীয় উপাদান ...
মধুর স্বপন নয়তো তুমি ..
অন্তরের এক আপন করা টান ;

তোমার সেই বিভোর করা সুরে ..
মনকে নিয়ে আজই দেব পাড়ি ;
একটা প্রেমের কবিতা লিখব বলে
চলেই এলাম আজকে তোমার বাড়ি !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।