আমি ফুল হতে চেয়েছি
- রুহুল আমীন রৌদ্র

আমি ফুল হতে চেয়েছি,
ফুটতে চেয়েছি তোমার মনের কাননে,
না হয় তোমার,
সৌখিন ফুলদানী সাজাতে।
নিজেকে বিলিয়ে দিতে তোমার মাঝে,
আপন সৌরভে,
তোমার ভূবণ সাজাতে।
নিয়েছো ঠিকই বুকে,
অন্তরে নয় বাহিরে বাহিরে,
শুষে নিয়েছো অবলা ফুলের মধু।
মেখেছো ঠোঁটে,
নিকোটিন ভরা সিগারেট বানিয়ে,
তারপর,
ফেলেছো এ্যাসট্রে।
তোমার ভূবণে ফুল হতে পারিনি,
তবুও জ্বলে জ্বলে দিয়েছি,
কিঞ্চিৎ সুখ,
তাতেই আমি ধন্য।
ফুল হতে পারিনি,
ফুলদানীতেও স্থান মেলে নি,
তবুও তো হয়েছি ছাঁই।
এ্যাসট্রে হতে,
ফুলদানীর পানে চেয়ে চেয়ে,
কষে যাই ব্যর্থ জীবনের হিসেব।
----০----


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।