চির তৃষ্ণার্ত এ মন
- রুহুল আমীন রৌদ্র

অথই গভীর জলে সিক্ত এ মন,
তবুও জলে ডুবেই করি,
জলের অন্বেষণ।
অসম যাতনায় জ্বলি সর্বক্ষণ,
তবুও পুঁড়ে পুঁড়েই যাচি,
অনল দহন।
মেঘে মেঘে গগণ করে আলিঙ্গন,
বৃষ্টি ঝরায় সিক্ত করে,
তপ্ত ত্রিভূবণ।
কাষ্ঠ হয়ে সয়ে চলি, তীব্র অনল দহন,
তবুও জ্বলন্ত কয়লায় করি,
বহ্নি অন্বেষণ।
অশেষ পবনে ভরপুর এ জীবন,
তবুও পবনে ডুবেই খুঁজি,
পবন নিরাঞ্জন।
স্বর্গীয় প্রেমে পু্ষ্ট মানবের মন,
তবুও মানবের মাঝেই করি,
প্রেমের অন্বেষণ।
কেন চাওয়ার মাঝেও,অজস্র চাই,
পাওয়ার মাঝেও খুঁজে বেড়াই,
এ শেষ কোথায় ?
মীন যেমন জলে ডুবেও জলের তৃষা মেটেনা,
এ মন সদা প্রেমে ডুবেও,
প্রেমের তৃষ্ণা মেটেনা।
কেমনে মিটবে হায়, এ জনম বৃথা যায়,
যার তরে চির তৃষ্ণার্ত এ মন,
অধরা সেই প্রেমিক সুজন।
আপন ঘরে পড়শি হয়ে, খুঁজি সর্বক্ষণ,
একবার যদি নয়ন ভরে,
মেলে দরশন,
তৃপ্ত হবে পূর্ণ হবে,
চির তৃষ্ণার্ত এ মন।
-----০-----


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।