আমার ধরন ...
- সৌম্যকান্তি চক্রবর্তী
আমি একজন পথভোলা ,
বড্ড অগোছালো
আমি খুব ভুলোমনের ,
ভীষণ এলোমেলো
নানারকম ইচ্ছা তবু করি না যে পূরণ ..
ইচ্ছাগুলো যাবে চলে হবে যখন মরণ !
আমি একজন সাদাসিধে ভীষণ রকম --
আমার স্বপ্নগুলো তাই হয় পণ্ডশ্রম ..
আমার নেই সবার মত আয়ব্যয়ের চিন্তা
ভালমন্দে কোনোরকম কেটে যায় দিনটা !
এখনো মা বলে বাবু বুঝেশুনে চলরে ..
আমরা না থাকলে তোর কি হবে বলরে !
বাবা বলে বোকার হদ্দ তুই বুঝিস কম ..
আমার পৃথিবীটা তাই আলাদা রকম !
অত চিন্তা করতে গেলে আমার তো আর হয় না
আমার অন্য ভাবনাগুলো মেলে না তো পাখনা
আমি অনেক বিচিত্ৰ তাই অদ্ভুত রকম ..
আমি আছি আর আমার একলা জীবন
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।