পরিকল্পিত যাত্রা
- শাওন সারথি - যে কথা বলিতে অঙ্গ মোর দায়
তারপর একদিন সবকিছু ঠিকঠাক হলেই,
পা বাড়াব অন্তহীন স্বপ্নলোকের যাত্রায়।
হয়তোবা ঘাস হব,
হয়তবা ডুমুরের ফুল হব,
অঘ্রাণের এই নির্জীব তন্দ্রায়!
কোনদিন আর জাগবনা, কোনদিন না।
আমাদের দীর্ঘ জীবনের কবিতারা হবে
হিজলের ফুল,
তবুও নির্জীব রক্তগুলো লালই রবে।
এই সবকিছু ঠিকঠাক হলেই,
তারপর একদিন পা বাড়াব।
অন্ধকারে গগন ছিদ্রকরা নক্ষত্রের চাহনিতে
চোখে চোখ পরবে,
হয়ত তাদের নিগুঢ় দৃষ্টিতে
বিভ্রম হবার ঘোরেই
কেটে যাবে আরও কিছুটা সময়।
তার পূর্বেই সাজানো গৃহস্থালী, সখের বাগান,
আর নিজস্ব ডায়রিতে অনুনরীত হয়ে যাবে,
অন্ধকারে ডুমুরের ফুলের মতই গুচ্ছরিত হবে,
আমাদের দীর্ঘ জীবনের কবিতারা।
এই সবকিছু ঠিকঠাক হলেই
তারপর একদিন পা বাড়াব
অন্তহীন স্বপ্নলোকের যাত্রায়।
.........শাওন সারথি২.৯৬৫'.........
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।