এগিয়ে চল ...
- সৌম্যকান্তি চক্রবর্তী

আয়রে তোরা আয় আয় ...
এগিয়ে চল এগিয়ে চল ;
জীর্ণ জাতির স্বপ্নগুলো
গড়বি তোরা চল রে চল ,
বুকে সাহস সঙ্গে নিয়ে ...
আয়রে তোরা বিদ্যালয়ে ;
পড়াশোনা শিখলে তবে
বাড়বে বল , এগিয়ে চল ..
তোরাই জাতির আশা ভরসা ,
তোদেরই মুখ চেয়ে ...
দেশমাতার বিরস বদন
হাসিতে যায় ছেয়ে ...
লেখাপড়া করিস তোরা ..
সাথে ভালো মানুষ হবি ,
শিক্ষক ও বাবা মায়ের
মাথা উঁচু করে দিবি ..
আলোর পথে , আশার পথে
প্রগতির পথে এগিয়ে চল !
হৃদয়ে তোদের সাহস আছে ..
বুকের মাঝে সত্যের বল !

( শিক্ষক দিবসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।