কি আছে এই মধুর বাতাসে
- অরুণ কারফা
কি আছে এই মধুর বাতাসে
ঘুচিয়ে দেয় সব হতাশা সে
এর মাঝেতে দুদণ্ড কেবল
নিশ্বাস নিতে বসলে, দুর্বল
মন করে তোলে রঙিন আরো
চিত্ত হয় তখন বৃহত্তর।
তার ছিল কিন্তু নীলাভ শুধু
যা দিয়েছে সে আকাশকে ধুধু
তাই সব অহং বিসর্জন দিয়ে
শুধুই পরমুখাপেক্ষী হয়ে
সূর্যের কৃপা নিয়ে মাঝে মাঝে
সাতটা রঙে সে সাজেই নিজে।
আছে তার যা কোমল পরশ
হৃদে জাগায় তা সরল হরষ
তাও কিনা নয় আপন তার
অপরের থেকে করেছে ধার
যা পায় সে ছাতিমের ছায়ায়
স্নিগ্ধতা যেখানে ভরা মায়ায়।
আমরাও কি পারিনা এ মর্ত্যে
উপকার করতে বিনা শর্তে
নাই বা থাকল কিছু নিজস্ব
দিয়ে যা আছে তার কিয়দংশ
প্রস্তুত করতে এক ভাণ্ডার
দুস্থ জনতা পাবে ভাগ যার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।