আত্মহত্যা
- মৃৎ মাহমুদ
মাথা প্রচণ্ড ব্যথা
চিন্তা-চেতনা সব এলোমেলো
অগোছালো শব্দ গুচ্ছ
এদিক সেদিক বিক্ষিপ্ত তীর-ধনুক
অসমান খাতায় কবিতার লাইন
ছন্দ, সুর, তাল, লয়
বিপর্যস্ত সময়ে অস্থিরতায় ।
বহুদুর বসে তুই, নিকট ভাবনা
বিকট চিৎকার অমানবিক আর্তনাদ,
গলায় ফাঁস নিয়েছিস তুই
জীবন খেলা থেকে তুই বাদ ।
তোকে ছাড়াও খেলা চলবে
আফসোস তুই খেলতে পাবি না
হয়তো অদৃশ্যতায় লুকিয়ে বলবে,
“সুতরাং আর যাওয়া হল না ।”
তাই তোর স্বাদ, গন্ধ, দৃষ্টি
অবাধ আনাগোনার অনাসৃষ্টি
ড়া রিম ঝিম তোর অঝোর বৃষ্টি
ছন্দে ছন্দে তোর এলোমেলো নাচ
অনুরোধটুকুরও সময় দিলি না-
“জীবন খেলায় তুই আজীবন বাঁচ ।”
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।