জন্মিলে এইতো সেদিন
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত
জন্মিলে এই তো সেদিন
জানি গো
কতজনে জন্মে এ বেলা ওবেলা
দৃষ্টির সম্মুখ হতে যায় বেলা
দিনক্ষণ গুলো শেষ হয়ে আসে
জীবনের ক্রন্দন ধেযে আসে
ভ্রান্তির ভুলে
অন্তিমকালের স্বপন ভুলে
চলে যায় ঐ সন্ধানী
তবুও তুমি এ কেগো ?
আসিয়াছ আবারি ওগো
দেখি নাই তোমা তুমি চলিছ
অগনিত রাতের আঁধার ভেদে
তুমি ডাক ওগো দিয়াছ
ছাপিয়া উঠিল নিরব ভেদে
তবু তোমায় দেখি নাই
তবু তোমার কর্মের পথে নাই
ক্ষণিকে তরে আসিয়া একী করিছ
বারে বারে আসি একি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।