প্রথম মৃত্যুর দিনে
- রুহুল আমীন রৌদ্র
আমার মৃত্যুটা ছিল অন্যরকম।
যেদিন মরে গেছি আমি,
সেদিন হেসেছে সবে।
উল্লাসে উচ্ছাসে,
মাতোয়ারা ছিল পুরো বাড়ি!
উৎসবের পরিমলে,
ভরপুর ছিল পবন,
নবপুষ্প ফুটেছিল কাননে।
ব্যস্ততার মাঝে সুখ নিয়েছিল সবে,
শুধু নিরবে মরেছি আমি।
কেউ বুঝেনি,
আমার ফ্যাকাশে চোখের চাওনি।
চেয়েছিলাম হয়ত বাঁচবো,
অন্য ভূবণে।
কিন্তু হায় !
ব্যর্থতার কণ্টকে ছিন্নবিচ্ছিন্ন হল,
আমার সেই ভূবণ।
এথায় আমি নির্জীব কাষ্ঠ এক,
পরাজয়ের ঘূণপোকা,
তিলে তিলে ঝাঁঝরা করে যাচ্ছে,
কঙ্কালসাড় দেহাবশেষ।
--------০-------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।