শকুনের ফাঁদে অবলা
- রুহুল আমীন রৌদ্র
এক পসরা পাথর বৃষ্টি,
সহসাই বিধ্বস্ত পু্ষ্প কানন,
প্রদীপ্ত পূর্নদীপ্ত
শশী।
কালো মেঘের গ্রাসে,
ওরা কেঁড়ে নিয়েছে,
আমার বোনের দীপ্ত প্রদীপ।
একরাশ কোমল স্বপ্নের গণফাঁসি,
নির্বাক জনতা।
সেদিন বৈশাখী মেলায়,
শাহবাগের নিত্য চিরচেনা পথে,
উঁৎপেতে ছিলো,
ক্ষুধার্ত শকুন।
কাল বোশাখের ধ্বংসলীলা,
সয়েছিল সব নির্বাক
বৃক্ষ।
ওরা শকুনের অভয়ারণ্যে,
লালিত শকুন,
অবলার সম্ভ্রম ওদের,
দুস্তর অভয়ারণ্য।
ক্ষমতার তিক্ষ্ম চঞ্চু, দুর্নীতির বিষদাঁত,
কুচক্রীর প্রসারিত হাত,
ওদের সভ্যতা।
সভ্যতার এ অনয় সমুদ্রে,
জনতা যেন ভাসন্ত শ্যাওলা !
দুর্নীতির প্রহারে,
আঁচড়ে পড়ে তীরে,
ন্যায়ের বচন ভেসে যায়,
ত্রাসের উম্মাদ স্রোতে।
সেথায়,
অবলার সম্ভ্রম বুঝি, নিথর অর্থহীন ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।