বিষণ্ন মনের অধিবাসী
- রুহুল আমীন রৌদ্র

আজ বড্ড ছাড়তে ইচ্ছে করে,
পৃথিবীর এ বিষাদ পবন
আর ভাল লাগে না।
এ জীর্ণ কপালে শুধুই,
মাকড়সা আর তেলাপোকার বাস,
এখানে বসে না'ক সুখের কবুতর।
আমি চিরায়াত দুখী,
বিষণ্ণা মনের অধিবাসী।
জানি সুখ বলে কোন কিছু,
লিখা নেই এ ভালে,
তাই ছাড়তে ইচ্ছে করে,
বড্ড বিষণ্ন কাঁদতে ইচ্ছে করে,
হারাতে ইচ্ছে চির স্মৃতির অন্তরালে।
---০---


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।