যাচাই
- রুহুল আমীন রৌদ্র
যারে লাগে ভাল, তার পিছনে অন্ধকার,
এ কেমন প্রহসনে,
পড়ি বারেবার।
যার মাঝে খুঁজে বেড়াই একটু সুখের প্রদীপ,
তার মাঝেই ডুবে দেখি,
তিমিরাছন্ন দ্বীপ।
যদি দেখি সুদর্শনা, ভাবি এটাই খাঁটি,
তার মাঝেও ডুবে দেখি,
শুধুই পুঁড়ামাটি।
শত দোষ পিছনে রেখে, সামনে পরিপাটি,
শতের মাঝে ক'জন মিলে,
পুরোপুরি খাঁটি ?
----------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।