আমি অদম্য
- রুহুল আমীন রৌদ্র
আমাকে দমিতে এসো না,
আমি অদম্য,
দুর্দমনীয়।
ন্যায়ের বজ্র কঠিন হিমাদ্রী,
কল্লোলিত নির্ঝর,
কাকলী মুখরিত,
দুরন্ত বিহগ।
বাধঁ ভাঙা স্রোতধারা প্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাস,
বিধ্বংসী সাইক্লোন,
নাশের নটরাজ,
আমি দুর্নীতির মহাযম ।
যারা শুষে খায় সমাজকে জোঁকের মতন,
পদে দলে যায়,
মানবতার দর্পণ,
সেথায় গড়ি আমি দুর্ভেদ্য প্রাচীর।
আমি ন্যায়ের মহাপ্লাবন,
অনলবহা ধুমকেতু,
সত্যের ষ্টীমরুলার,
পিষে যাই ঘুষের অদ্রি।
আমি শুষে খাবো দুর্নীতির সব রক্ত,
বঙ্গমাতার বুক হতে।
মানবতার বৃক্ষ যেথায় পুড়িয়ে যায়,
দুর্নীতির কুচক্রী অনলে,
সেথায় অদম্য আমি, খরস্রোতা নির্ঝর,
ফুঁপিত জলোচ্ছ্বাস।
আমি জালিমের যম,
অনাথ দুর্বলের বিদ্রোহী আক্রোশ।
আমি নির্ভীক নির্বিশঙ্ক সত্যের পথে,
দুঃসাহসের দাবানল
বক্ষ পাঁজরে,
আমি চির ন্যায়ের তরে,
সাম্যের তরে,
চির মানবতার তরে।।
----০---
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।