জাগো হে গণতন্ত্র
- রুহুল আমীন রৌদ্র

হে গণতন্ত্র ;
তুমি কি আর জাগবে না ?
জীর্ণতা আর দুর্নীতির অম্বুরাশি তলে,
আর কতো বদ্ধ রবে,
ক্ষমতার শিকলে ?
ভুলে গেলে কি ? তুমি জনতার মহা শক্তি,
ন্যায়ের দীপ্ত মশাল,
তবুও কেন অন্ধকারে ন্যায় বিচার,
প্রত্যেহ শ্রবি, অবলার হাহাকার ?
শোষক শুষে যায়, প্রকাশ্য কিবা অন্তরালে,
নিভে যাবার শঙ্কায়,
প্রতিবাদের মশাল সেথায় ক্ষীণ জ্বলে।
তবুও তুমি জাগলে না,
তবে কি তুমি স্বৈরাচারের দোসর ?
অপবাদ নয়, ধিক্কার নিজেকেই,
আমিও জ্বলে উঠি নি, জনতার কাঁতার হতে,
বৃদ্ধ কলম জবুথবু, আজও যৌবনহীন।
গর্জে ওঠো হে জনতা,
জেগে ওঠো হে গণতন্ত্র,
নৃসংশ অনয় সমুদ্রে ভেদি,
ফিরিয়ে দিতে অনাথের অধিকার,
পাড়ি দিতে দুর্নীতির পারাবার,
না হয় গায়ে মাখো, স্বৈরাচারী এ ধিক্কার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।