গ্রামের মেলা
- সৌম্যকান্তি চক্রবর্তী
গ্রামের মেলায় বসেছে
সব পসরা রকমারি ..
হরেক মালের ভাল বাজার
দোকান সারি সারি ...
সব রকমের লোক এসেছে
কেউ ধনী কেউ গরীব ..
গ্রামের মেলা সবার তরে !
চাকর হোক বা মনিব ..
বড় বড় চুড়ির দোকান !
সব মেয়েরাই ছোটে ...
অনেক সময় নষ্ট করে
দুএকটা কেনে মোটে ..
মেলার অপর প্রান্তে বসে
যত খাবারের দোকান ,
সব নরনারী মেলা ঘুরে ফিরে
সেখানেই বসে খান ...
ফুচকা চপ বেগনি কাটলেট
কিছুর অভাব নেই ..
যেই না আপনি সেথায় যাবেন
জিভে জল আসবেই ..
মেলার মাঠের মাঝে
এক বিশাল নাগরদোলা ...
বাচ্চা , যুবক , যুবতীদের
সেখানেই যত খেলা...
যত গাছের বিপণি
মেলার ডান দিকে ....
শখ যাদের গাছ লাগাবার
আসেন গাছের শখে !
এই মেলাটার বামে ...
বইয়ের মেলা জমে !
প্রচুর লোকের আনাগোনা
সবই বইয়ের প্রেমে ...
ব্যাগের দোকান , আইসক্রিম
আর ঠাণ্ডা পানীয় ...
সব মিলিয়ে মেলা এখানে
দারুন জনপ্রিয় !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।